Saturday, August 16, 2008

আমার সোনার বাংলা



সর্বান্তিক বাংলা ইউনিকোড ফন্ট "অহনলিপি-বাংলা১৪"  ডাউনলোড লিংক :


https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip
===============================================







বাঙালির জাতিগত আর্থিক দৈন্য প্রকট৤ বাঙালি এতদিন ছিল ব্যবসা-বিমুখ৤
এখন সে ধীরে ধীরে হলেও ক্রমে  ব্যবসা-মুখী হচ্ছে৤ ব্যবসা একটি জাতির আর্থিক মেরুদণ্ড শক্ত করে৤

বাঙালি ব্যবসা করলে তার জাতীয় আর্থিক মেরুদণ্ড ক্রমে শক্ত হয়ে উঠবে৤ ভিখিরির কোনও মর্যাদা থাকে না, বাঙালি যদি আর্থিকভাবে দীন হয়েই থাকে, তবে সে বিশ্বসভায় মর্যাদা পাবে না৤ তাই নিজেদের আর্থিক অবস্থান দৃঢ় করতে, নিজেদের সামাজিক মর্যাদা বাড়াতে বাঙালিকে প্রবল উদ্যোগ নিয়ে ব্যবসায়ে ঝাঁপিয়ে পড়তে হবে৤

 একমাত্র ব্যবসাই পারে বাঙালিকে আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে৤ পরের গদিতে চাকুরি করে, অফিস কাছারির দুচারটি বড় পদে কাজ করে একটি জাতির আর্থিক মেরুদণ্ড কখনও শক্ত হতে পারে না, দীন ভিখারিই থেকে যেতে হয়৤ তাই আর কাল বিলম্ব না করে সবাই এক যোগে ঝাঁপিয়ে পড়তে হবে ব্যবসায়ে৤



বাঁধা মাস-মাইনেতে বাঁধা থাকলে
খেটে খেটে চুল পাকলে
আর্থিক মুক্তি আসবে না কখনো,   

সেটা অবশ্যই মনে জেনো৤

ব্যবসাতেই আর্থিক মুক্তি
 
অর্থই আসল শক্তি




No comments: